ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা আন্দোলন: ধামরাইয়ে সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৬ জুলাই ২০২৪  
কোটা আন্দোলন: ধামরাইয়ে সড়ক অবরোধ

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে সড়কের দুই লেনে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১টার দিকে মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা সড়ক অবরোধ করেন।

অবরোধ থেকে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘৫২ হাতিয়ার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, গর্জে উঠো আরেকবার’সহ নানা স্লোগান দিতে থাকেন।

অবরোধে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‌‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। অবিলম্বে আমাদের দাবি মেনে নিতে হবে।’

এদিকে শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে থানা বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ মোমেনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। তবে তারা সড়ক ছেড়ে গিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

সাব্বির/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়