ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৭ জুলাই ২০২৪  
জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমি নিয়ে বিরোধে ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। 

নিহত কামাল হোসেন (৫০) চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের বাসিন্দা মৃত মো. হোসেন আলী খাঁর ছেলে।

চরমোনাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য শাকিল রাঢ়ি জানান, কামাল হোসেনের জমি নিয়ে ভাইয়ের সাথে বিরোধ রয়েছে। এ নিয়ে ভাতিজা হৃদয় শাবল দিয়ে চাচা কামালকে কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে একটি হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরিফুর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়