ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা নদীতে ৩ শিশু নিখোঁজ 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১৭ জুলাই ২০২৪  
পদ্মা নদীতে ৩ শিশু নিখোঁজ 

নাটোরে লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকার সেভেন স্টার ইটভাটার পাশে পদ্মা নদীতে ঘটনাটি হয়। লালপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিখোঁজ শিশুরা হলেন- উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার আবুল কালামের দুই ছেলে দিপু (১২) ও অপু (১৪)। অপরজন হলেন- জয় (১৪)। সে একই এলাকার স্বপনের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আজ দুপুরে গোসল করার জন্য দিপু ,অপু, জয় ও খালেক একসঙ্গে পদ্মা নদীতে নামে। নদীতে স্রোতে থাকায় দিপু, অপু, জয় পানিতে ডুবে যায়। এসময় খালেক সাঁতারে তীরে উঠে এসে ঘটনা এলাকাবাসীকে জানায়। স্থানীয় লোকজন দ্রুত গিয়ে নৌকা নিয়ে ও নদীতে জাল ফেলে শিশুদের উদ্ধারে কাজ শুরু করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাছিম উদ্দিন জানান, ঘটনাস্থলে এসে নিখোঁজ শিশুদের উদ্ধার কাজ শুরু করেছে লালপুর ফায়ার সার্ভিস। স্থানীয় লোকজন তাদের সহযোগিতা করছেন। রাজশাহী থাকা ডুবুরিদের খবর দেওয়া হয়েছে। 

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়