ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ছাত্রলীগে পদত্যাগের হিড়িক

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ০৯:১৩, ১৮ জুলাই ২০২৪
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ছাত্রলীগে পদত্যাগের হিড়িক

ফাইল ফটো

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে। ১৬ সদস্যের কমিটির মধ্যে একে একে ফেসবুকে স্ট্যাটাস এবং অলিখিতভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া প্রায় সব সদস্যই পদত্যাগ করেছেন। 

তবে লিখিতভাবে পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি সংগঠনের পক্ষ থেকে।
 
বুধবার (১৭ জুলাই) রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আবির এ তথ্য নিশ্চিত করেন। 

আরো পড়ুন:

ছাত্রলীগের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ শাখার পদত্যাগকৃতরা হলেন- সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হোসেন অরা, শাহাদাত হোসেন মেহেদী, জায়মা হোসেন ও নিঝুম হায়দারসহ কমিটির অন্যান্য সদস্যরা।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ছাত্রলীগের ১৬ সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সংসদ।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আবির জানান, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ১৬ সদস্যের কমিটির মধ্যে বেশ কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। তবে লিখিত আকারে পদত্যাগ করবেন কিনা সেটা তাদের ব্যাপার। যেহেতু কলেজ বন্ধ ঘোষণা হওয়ায় আমরা বাড়িতে চলে এসেছি। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। 

তিনি আরও জানান, সভাপতি-সম্পাদক পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানতে পেরেছি।

কাঞ্চন/ইমন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়