ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৪ জুলাই ২০২৪  
খুলনায় বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

খুলনার রূপসা উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল্লাহ হাবিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৪ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শামীম রেজা বাদী হয়ে মামলাটি করেন। এতে আবদুল্লাহ হাবিবের বিরুদ্ধে ১১ লাখ ৪৩ হাজার ৭২৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও মামলার বাদি শামীম রেজা। 

আরো পড়ুন:

শামীম রেজা জানান, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবদুল্লাহ হাবিব। এ সময়ে ভুয়া বিল ভাউচার তৈরি করে বিভিন্ন জিনিস কেনা এবং অনুষ্ঠান আয়োজন বাবদ টাকা উত্তোলন করে আত্মসাত করেন তিনি। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়