ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় শিশু হত্যায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৫ জুলাই ২০২৪  
চুয়াডাঙ্গায় শিশু হত্যায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চুয়াডাঙ্গায় শিশু রুবেল হোসেন (১৪) হত্যার দায়ে আসামি মো. সোহাগকে (২০) যাবজ্জীবন (আমৃত্যু) সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী। 

নিহত রুবেল হোসেন সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে ও আসামি সোহাগ একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ জুন বিকেলে আসামি সোহাগ কৌশলে রুবেলকে পার্শ্ববর্তী শিবপুর গ্রামের একটি খেজুর বাগানে নিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা ইয়ামিন আলী একদিন পর সদর থানায় সোহাগের নামে হত্যা মামলা দায়ের করেন। আসামি সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

আলোচিত মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এই রায় ঘোষণা  দেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌসূলী সহকারী পাবলিক প্রসিকিউটর এসএম শরীফউদ্দিন হাসু জানান, বয়স বিবেচনায় আসামির বিরুদ্ধে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

মামুন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়