ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনা কারাগারের নিরাপত্তা জোরদার, ছুটি বাতিল 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৫২, ২৭ জুলাই ২০২৪
খুলনা কারাগারের নিরাপত্তা জোরদার, ছুটি বাতিল 

সম্প্রতি দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের নামে দুষ্কৃতকারীদের নজিরবিহীন তাণ্ডবের পর খুলনা জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে কারাগার ও এর আশপাশের এলাকায়। বাতিল করা হয়েছে কারারক্ষীসহ কর্মরতদের ছুটি। বন্ধ রাখা হয়েছে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ।

শনিবার (২৭ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের সুপার মো. রফিকুল কাদের।

আরো পড়ুন:

সরেজমিনে গিয়ে দেখা যায়, কারাগারের প্রধান ফটকসহ সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। কারাগার এলাকায় চলাচলে বিশেষ নজরদারিও বাড়ানো হয়েছে।

কারাগার সূত্র জানায়, খুলনা কারাগারে বন্দির ধারণ ক্ষমতা ৬৭৬ জন। বর্তমানে এ কারাগারে ১ হাজার ৪২১ জন বন্দি রয়েছেন। এর মধ্যে হত্যাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি এবং নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃতরাও রয়েছেন। 

খুলনা জেলা কারাগারের সুপার মো. রফিকুল কাদের বলেন, ‌‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কারাগারে কর্মরত কারারক্ষীসহ সব স্টাফের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের মোবাইলে কথপোকথন এবং সাক্ষাৎও বন্ধ রাখা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বন্দিদের ওপর সার্বক্ষণিক বিশেষ নজর রাখা হচ্ছে। কারাগারের অভ্যন্তরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবাই নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। কারাগারের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনার আশংকা নেই।’ 

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়