ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

মৌলভীবাজারে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৮ জুলাই ২০২৪   আপডেট: ১৯:০৭, ২৮ জুলাই ২০২৪
মৌলভীবাজারে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজারে সরকারি বিল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রুমান মিয়া (২৮) মারা গেছেন। রোববার (২৮ জুলাই) দুপুরে সিলেটের এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

এদিকে, সংঘর্ষের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তাদের নাম জানা যায়নি।

আরও পড়ুন: মৌলভীবাজারে বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কমুদপুর গ্রামের মনর মিয়া এবং লেবাস মিয়া নিজেদের পক্ষের লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে বিল দখলে গেলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে, তিন জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রুমান মিয়া মারা যান।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট এম এ জি ওসমানি মেডিক্যালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনায় মনর মিয়ার পক্ষের তিন জনকে আটক করা হয়েছে। আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হামিদ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়