ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে মুরগীর পচা মাংস সংরক্ষণ, হোটেল মালিককে জরিমানা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৯ জুলাই ২০২৪  
পটুয়াখালীতে মুরগীর পচা মাংস সংরক্ষণ, হোটেল মালিককে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি পচা মুরগীর মাংস সংরক্ষণের দায়ে মিজানুর রহমান (৪৫) নামে এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

কলাপাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ জানান, বেশ কয়েকদিন ধরে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন এলাকার ওই হোটেল ব্যবসায়ী পচা মুরগির মাংস রান্না করে বিক্রি করে আসছিলো। সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পচা মুরগির মাংস উদ্ধার করে। এসব মুরগি রান্না করে বিক্রি করতে চেয়েছিলেন ওই হোটেল ব্যবসায়ী। পরে এসব মুরগি মাটিচাপা দেওয়া হয়।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ বলেন, এর আগেও হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে পচা-বাসি খাবার বিক্রির অভিযোগ ছিলো। আজ বস্তাভর্তি পচা মুরগিসহ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে। যারাই হোটেল ব্যবসায় এ ধরণের কাজে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইমরান/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়