ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু, নিখোঁজ ৫ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১ আগস্ট ২০২৪  
কক্সবাজারে পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু, নিখোঁজ ৫ 

কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে ইসফাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচ জন। 

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। 

ভেসে যাওয়া ইসফাম ওই ইউনিয়নের সমিতি পাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে। এছাড়াও পাহাড়ী ঢলে উপজেলার বিভিন্ন জায়গায় পাঁচ জনের ভেসে গিয়ে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের বরাতে ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এক শিশু ভেসে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ভারী বর্ষণে কক্সবাজারে হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে। বিরতিহীন বৃষ্টির কারণে রামুর ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে।’ 

এদিকে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের কয়েকটি উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিন লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গতদের সহযোগিতা করতে সব ধরনের কার্যক্রম চলছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

তারেকুর রহমান/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়