ঢাকা     রোববার   ২২ জুন ২০২৫ ||  আষাঢ় ৮ ১৪৩২

স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১ আগস্ট ২০২৪  
স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

হাতেম আলী

বগুড়ার কাহালুতে শান্তনা বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর থানায় আত্মসমর্পন করেছেন হাতেম আলী (৩২) নামের এক ব্যক্তি। 

বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টায় উপজেলার নারহট্ট সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শান্তনা লোহাজাল গ্রামের সাহেব আলীর মেয়ে। তার স্বামী হাতেম আলী একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পাবনার সাথিয়ায় একটি হ্যাচারিতে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতেম আলী তার এলাকার বেশ কিছু ব্যক্তির কাছে ঋণগ্রস্ত রয়েছেন। গত বুধবার (৩১ জুলাই) পাবনা থেকে বাড়িতে আসে হাতেম আলী। ঘটনার রাতে হাতেম আলী সেখানে গিয়ে স্ত্রীর সাথে রাত্রিযাপন করেন। ঋণ সংক্রান্ত বিষয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে হাতেম আলী তার স্ত্রীকে প্রথমে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত করতে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী শান্তনাকে হত্যা করেন স্বামী হাতেম আলী। 

শান্তনার মা বলেন, ‘শান্তনা তার একমাত্র সন্তান। শান্তনাকে ছোটবেলায় বিয়ে দিয়েছেন। বিয়ের পর থেকেই বাড়িতে অশান্তি লেগেই থাকতো। হাতেম আলী প্রতিনিয়ত ধার দেনা করে চলতো। ধার দেনার কারণে সে প্রায়ই বাড়ি থেকে পালিয়ে যেত। মোট তিনবার হাতেম আলী বাড়ি থেকে পালিয়ে যায়। আমার মেয়ে তাকে ধারদেনা করতে নিষেধ করায় সে আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি হত্যার বিচার চাই।’

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘স্ত্রীকে হত্যার পর হাতেম আলী নিজেই থানায় এসে বিষয়টি আমাদেরকে জানান। তখন আমরা তাকে আটক করি। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আজ বৃহস্পতিবার নিহতের বাবা সাহেব আলী বাদী হয়ে থানায় মামলা করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এনাম/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়