ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মসজিদে ঢুকে নামাজরত মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১১:২৫, ৩ আগস্ট ২০২৪
মসজিদে ঢুকে নামাজরত মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

মুয়াজ্জিন সোলাইমান আখন। ছবি: রাইজিংবিডি

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগীতে মসজিদের ভেতরে ডুকে নামাজরত অবস্থায় সোলাইমান আখন (৫৫) নামে এক মুয়াজ্জিনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (১ আগস্ট) দক্ষিণ আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জনতা বাজারের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের আখন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বোরহান উদ্দিন বলেন, ‘মসজিদের মুয়াজ্জিন ও অর্থ বিষয়ক সম্পাদক সোলাইমান আখন প্রতিদিনের মতো ফজর নামাজের আজান শেষ করে সুন্নত নামাজ পড়তে দাঁড়ান। তিনি সেজদায় গেলে দুর্বৃত্তরা পেছন থেকে কুপিয়ে জখম করে চলে যায়। আজানের ১৫ মিনিট পর মুসল্লিরা মসজিদে এসে মুয়াজ্জিনকে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যান।’

মুয়াজ্জিনের ছেলে সজীব হোসেন বলেন, ‘চাচা সিরাজ আখন ও গনি আখনের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। গত মাসে তারা বাবাকে হত্যার হুমকি দেন। চাচারাই হয়তো মসজিদে বাবাকে একা পেয়ে হত্যার জন্য কুপিয়ে জখম করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন বলেন, ‘মসজিদে ঢুকে নামাজরত মুয়াজ্জিনকে কুপিয়ে জখম করার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

অমরেশ/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়