ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

রাজশাহীতে জামিন পেলেন ৫ এইচএসসি পরীক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৫৩, ৩ আগস্ট ২০২৪
রাজশাহীতে জামিন পেলেন ৫ এইচএসসি পরীক্ষার্থী

ফাইল ফটো

রাজশাহীতে আদালত থেকে জামিন পেয়েছেন ৫ জন এইচএসসি পরীক্ষার্থী। শনিবার (৩ আগস্ট) দুপুরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজশাহীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তারা গ্রেপ্তার হয়েছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীর জামিন হয়েছে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে। এরা হলেন- আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি ও রাকিবুর রহমান। এদের মধ্যে অরণ্য ও রাব্বি রাজশাহী মহানগরীর মতিহার থানার মামলার আসামি। আর রাকিবুর রহমানের মামলা নগরীর বোয়ালিয়া থানার। শনিবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন। 

এছাড়াও জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে।

রাজশাহী জেলা আদালতের পরিদর্শক আমান উল্লাহ জানান, আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন। 

এ দুই শিক্ষার্থী হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার একটি মামলার আসামি ইমরান ফরহাদ ও পুঠিয়া থানার মামলার আসামি সৌরভ আলী। আদালতে জামিনের আদেশ হওয়ার পর স্বজনেরা তাদের মুক্তির জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করছিলেন। 

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে কোনো এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের জামিনে সরকার সহায়তা করবে।

কেয়া/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়