ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

শরিয়তপুরে আ.লীগ কর্মীদের দখলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূলফটক

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৩ আগস্ট ২০২৪  
শরিয়তপুরে আ.লীগ কর্মীদের দখলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূলফটক

শরিয়তপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে তাদেরকে ভয়-ভীতি প্রদর্শন করতে বিশ্ববিদ্যালয়ের মূলফটকে চেয়ার নিয়ে বসে থাকেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পুরোটা সময়জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূলফটক দখল করে বসে ছিলেন। শিক্ষার্থীদের কর্মসূচি শেষ হলে চলে যান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

শিক্ষার্থীরা জানান, সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকশ’ শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে হেলিপ্যাড মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় সামনে ফিরে যান। এ সময় তাদের সাথে অংশ নেন শিক্ষকরাও। আন্দোলন শুরু হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব শিকদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসের সামনে শোডাউন করেন। এছাড়া শতাধিক নেতাকর্মী সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূলফটকে চেয়ারে নিয়ে বসে থাকেন। বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন। এতে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, তারা (আওয়ামী লীগ, ছাত্রলীগ) কেন আমাদের ক্যাম্পাসে অবস্থান নেবে? তারা কি শিক্ষার্থী? তারা ক্যাম্পাসে থাকবে, আর আমরা কি চলে যাব? আমাদের ভাই হত্যার দায় সরকারকে নিতে হবে। এদেরকেও দায় নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেওয়ার বিষয়ে বিপ্লব সিকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সামনে বিশৃঙ্খলা এড়াতে আমরা লোকজন নিয়ে অবস্থান নিয়েছি। শিক্ষার্থীদের অনুরোধ করেছি মিছিল সংক্ষেপ করার জন্য। তারা আমাদের অনুরোধ শুনে সড়ক ছেড়ে চলে গেছেন। তাছাড়া কোনো ছাত্রকে মারধরের তথ্য আমার জানা নেই। আমি এখানে কোনো শিক্ষার্থীকে মারধর করতে দেখিনি।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থাকায় সকাল থেকে জেড. এইচ. বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও এর আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা কর্মসূচিতে কেউ কোনো বাঁধা দেয়নি এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ হয়েছে।’

আকাশ/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়