ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে নিরাপত্তায় চলছে সাগরিকা এক্সপ্রেস, স্বাভাবিক লঞ্চ চলাচল

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৩৪, ৩ আগস্ট ২০২৪
চাঁদপুরে নিরাপত্তায় চলছে সাগরিকা এক্সপ্রেস, স্বাভাবিক লঞ্চ চলাচল

ব্যাপক নিরাপত্তার মধ্যে চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করছে যাত্রীবাহী ট্রেন সাগরিকা এক্সপ্রেস। তবে, এখন পর্যন্ত বন্ধ এই রুটের আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি। পাশাপাশি অনান্য দিনের মতো স্বাভাবিকভাবেই নৌ-পথে লঞ্চ এবং সড়ক পথে বাস বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছে।। শনিবার (৩ আগস্ট) সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ঢুকে কেউ যাতে রাষ্ট্রীয় সম্পদ এবং মানুষের যানমালের ক্ষতি করতে না পারে সে লক্ষ্যেই রেলপথের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরো পড়ুন:

চাঁদপুর-লাকসাম রেলপথের দায়িত্বে থাকা কর্মকর্তা (এস এস এ/ই পথ) মো. লিয়াকত আলী মজুমদার বলেন, ‘বর্তমানে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথের দায়িত্বে থাকা সব গ্যাংয়ের (কর্ম এলাকা) কয়েক শ’ ওয়েম্যান (রেলপথ দেখভালকারী) নাশতকা প্রতিরোধে তৎপর রয়েছেন। ইতোমধ্যেই তারা দায়িত্ব পালন শুরু করেছেন।’

চাঁদপুরে রেলওয়ের ষ্টেশন মাস্টার মো. শোয়েবুল সিকদার জানান, গত ১ আগস্ট থেকে নিরাপত্তার মধ্য দিয়ে চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে। আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কবে থেকে চলবে সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

চাঁদপুর লঞ্চঘাটের টিআই শাহ আলম বলেন, ‘এখন পর্যন্ত চাঁদপুর-ঢাকাসহ সব রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী কিছুটা কম হলেও সময়মতোই সব লঞ্চ যাত্রী নিয়ে আসা যাওয়া করছে।’

চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি বলেন, ‘চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে দেশের সব প্রান্তে স্বাভাবিকভাবে যাত্রী নিয়ে বাস চলাচল করছে। প্রতিটি বাস সঠিকভাবে গন্তব্যে পৌঁছাচ্ছে। আমরা স্বাভাবিক পরিবেশ সবসময় প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের কারণে কারফিউ জারি হলে গত ২০ জুলাই চাঁদপুর থেকে চলাচলকারী দুটি ট্রেন বন্ধ হয়ে যায়। ১২দিন পর পুনরায় চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে যাত্রীবাহী ট্রেন সাগরিকা এক্সপ্রেস চলাচল শুরু হয়।

অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়