কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে লুট, গ্রেপ্তার ৭
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার দৌলতপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগও উঠেছে। এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বোমা হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। এ সময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের তিন জন আহত হন।
হামলা ও লুটের ঘটনায় আহত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী (৭২) শুক্রবার রাতে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন। এ ঘটনায় মামলা হলে শুক্রবার রাতেই সাত জনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সাইফুল মন্ডল (৪৫), সানোয়ার মলিথা (৩৮), রাজ্জাক মন্ডল (৩২) ও সাদ্দাম (২৮) সহ ২৫-৩০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলীর বাড়িতে হামলা চালায়।
এসময় তারা বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলীকে বেধড়ক মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাড়ি-ঘরে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। দুর্বৃত্তরা প্রতিবেশি মমেনা খাতুন, রাজেলা খাতুন, মিন্টু, আইনাল ও মনিরুল ইলামের চায়ের দোকানসহ তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় আহত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী বাদী হয়ে স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক নগদ টাকা লুট ও প্রায় আট লক্ষ টাকার ক্ষতিসাধনের অভিযোগ এনে ২৯ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানার এজাহার দিয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ইতোমধ্যে সাত জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
কাঞ্চন কুমার/সনি