ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

ঝালকাঠিতে আমুর বাসায় অগ্নিসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৫ আগস্ট ২০২৪  
ঝালকাঠিতে আমুর বাসায় অগ্নিসংযোগ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে আমির হোসেন আমুর বাড়িতে হামলা হয়।

স্থানীয়রা জানান, আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর জানতে পেরে ঝালকাঠির রাস্তায় নেমে উল্লাস করতে থাকেন সাধারণ মানুষজন। এসময় শহরের রোনালসে সড়কে অবস্থিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে হামলা চালান কিছু দুর্বৃত্ত। তারা বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়