ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

সুনামগঞ্জে মন্দির পাহারায় মাদ্রাসার ছাত্ররা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৩২, ৬ আগস্ট ২০২৪
সুনামগঞ্জে মন্দির পাহারায় মাদ্রাসার ছাত্ররা

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিজয় মিছিলে আন্দোলিত হয় সুনামগঞ্জ। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতাও ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সুনামগঞ্জের মাদ্রাসার ছাত্ররা পৌর শহরের বিভিন্ন মন্দির পাহারায় দাঁড়িয়েছেন। 

মঙ্গলবার (৬ আগস্ট) ফজরের নামাজের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের বিভিন্ন মন্দিরের সামনে বসে পাহারার ব্যবস্থা করে। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শহরের সচেতন নাগরিকদের তাদের সঙ্গে দেখা যায়। এখন পর্যন্ত সুনামগঞ্জের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পৌর শহরের একটি মন্দির পাহারা দেওয়া মাদ্রাসার ছাত্র আম্মার আহমদ বলেন, ‘ইসলাম কখনও অন্য ধর্মের উপাসনালয়ে হামলার স্বীকৃতি দেয়নি। ইসলাম এটি সমর্থনও করে না। প্রত্যেক ধর্মের ধর্মীয় স্বাধীনতা আছে। এটি হরণ করার অধিকার কারও নেই।’

সুনামগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের অনেকে মন্দিরের নিরাপত্তা দেওয়ায় মাদ্রাসা ছাত্রদের প্রশংসা করেছেন। কর্ণ বাবু দাস বলেন, সুনামগঞ্জের কোনো মন্দিরে বা সনাতন ধর্মাবলম্বীদের ওপর এখন পর্যন্ত হামলার খবর পাওয়া যায়নি। বিভিন্ন মন্দিরের সামনে মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা পাহারায় আছেন। কেউ গুজব রটাবেন না।

মনোয়ার/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়