চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দারকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মোমিন বাজারে তাকে হত্যা করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফারুক জোয়ার্দার উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মৃত কিতাব আলী জোয়ার্দারের ছেলে।
ওসি শেখ সেকেন্দার আলী জানান, গোলাম ফারুক জোয়ার্দার আজ বিকেল সােড় ৪টার দিকে নিজ গ্রাম সরিষাডাঙ্গা থেকে মোমিনপুর বাজারে যান। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গোলাম ফারুক জোয়ার্দার মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যরা তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মামুন/মাসুদ