লক্ষ্মীপুর শহরে ভাঙচুরের বর্জ্য পরিষ্কার করলেন শিক্ষার্থীরা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন এই খবরে গতকাল সোমবার লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেন সাধারণ জনগণ। এসময় বিক্ষুব্ধ মানুষরা শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেন ও আগুন ধরিয়ে দেন। ফলে শহরের অনেক স্থানে আবর্জনার সৃষ্টি হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের পর থেকে সেই আবর্জনা পরিষ্কার করতে শিক্ষার্থীরা সড়কে নামেন। মুখে মাক্স পড়ে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে শহরের বাজার রোড, চক বাজার, তমিজ মার্কেট ও উত্তর স্টেশন এলাকায় আগুনে পুড়িয়ে দেওয়া ব্যানার-ফেস্টুন, বিভিন্ন ভবনের ভাঙা কাঁচ ও ইটের টুকরা সরিয়ে নিতে শুরু করেন তারা।
জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, এদেশ সবার। সাবাই মিলে যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করছেন, এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ নেবো। কোনো হায়েনাকে এ দেশ ধ্বংস করার সুযোগ দেওয়া হবে না। যদি কোথাও কেউ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করেন তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে।
এদিকে, শিক্ষার্থীদের সন্ধ্যার আগে মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান করতে দেখা গেছে। কেউ যাতে অতিউৎসাহী হয়ে ভাঙচুর, হামলা ও লুটপাট না চালান সেদিকে সবাইকে সর্তক থাকতে অনুরোধ করতে দেখা গেছে তাদের।
জাহাঙ্গীর/মাসুদ