সিরাজগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৩৯, ৮ আগস্ট ২০২৪
১১ দফা দাবিতে বিক্ষোভ করেছেন সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (এসআই) শাহিন মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গত ১৫ বছর অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়য়ের কথা তুলে ধরে তাদের শাস্তির দাবি করেন।
বিক্ষোভ মিছিলে সদর থানার পরিদর্শক (এসআই) ইয়ামিন, উপ-পরিদর্শক (এসআই) মো. জসীম, উপ-পরিদর্শক (এসআই) রাসেলসহ প্রায় শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
রাসেল/কেআই