ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

সিরাজগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৮ আগস্ট ২০২৪  
সিরাজগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ

১১ দফা দাবিতে বিক্ষোভ করেছেন সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (এসআই) শাহিন মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গত ১৫ বছর অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়য়ের কথা তুলে ধরে তাদের শাস্তির দাবি করেন।

বিক্ষোভ মিছিলে সদর থানার পরিদর্শক (এসআই) ইয়ামিন, উপ-পরিদর্শক (এসআই) মো. জসীম, উপ-পরিদর্শক (এসআই) রাসেলসহ প্রায় শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

রাসেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়