ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:২৭, ৯ আগস্ট ২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

দেশের চলমান পরিস্থিতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পন্যবাহী ট্রাকের পাশাপাশি বাসসহ গণপরিবহনের সংখ্যা বেড়েছে।  

সরেজমিন দেখা যায়, শুক্রবার (৯ আগস্ট) মহাসড়কের টাঙ্গাইলের রাবনা, ঘারিন্দা, রসুলপুর, এলেঙ্গাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ভিড় রয়েছে। অনেকেই ২০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করেও বাসের আসন না পেয়ে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাস ছেড়ে যাচ্ছে। 

বগুড়াগামী ট্রাকচালক হেলাল মিয়া বলেন, মহাসড়কে অন্যান্য দিনের মতো যানবাহন স্বাভাবিক হয়েছে। তবে বৃষ্টির কারণে দুর্ঘটনা রোধে যানবাহনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে ট্রাক চললেও এখন ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিতে ট্রাক চালাচ্ছি।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতুতে ১৮ হাজার থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে এক কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৯০০ টাকা আয় হয়েছে।

কাওছার/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়