ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

পঞ্চগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ৯ আগস্ট ২০২৪  
পঞ্চগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে রাস্তায়। তারা সড়কসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা পরিষ্কার করছেন। দক্ষ হাতে করছেন রাস্তায়  ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। এবার এসব শিক্ষার্থীদের দেখা গেছে বাজার মনিটরিং করতে। 

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা। 

তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টানানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কি না সেটি মনিটরিং করেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানান। একইসঙ্গে তারা কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন। 

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়- বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করেছেন, তারা সেটি পর্যবেক্ষণ করছেন। 

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থী হযরত আলী, রাগিব ইশরাক প্রেয়াস, মোক্তারুজ্জামান মোক্তার, জাকারিয়া আহমেদসহ বিভিন্ন শিক্ষার্থীরা।

আবু নাঈম/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়