ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

লুট হওয়া পুলিশের ২০ মোটরসাইকেল ফেরত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:১৭, ১০ আগস্ট ২০২৪
লুট হওয়া পুলিশের ২০ মোটরসাইকেল ফেরত

ফাইল ফটো

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পুলিশের ২৪টি মোটরসাইকেলের মধ্যে ২০টি ফেরত এসেছে। শুক্রবার (৯ আগস্ট) রাতে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট রাতে সাতক্ষীরা সদর থানা থেকে ২৪টি মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে, ২০টি পুলিশ লাইন্সে পৌঁছে দিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দেয়ার জন্য দুই দিন ধরে এলাকাজুড়ে মাইকিং করা হচ্ছে। এখন পর্যন্ত ২০টি মোটরসাইকেল ফেরত এসেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা দেয়াল ভেঙে থানার ভেতরে ঢুকে পুলিশের দুটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। সে সময় থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রাণ ভয়ে পালিয়ে গেলে তাদের আগ্নেয়াস্ত্র, মোটরসাইকেল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শাহীন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়