ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতিয়ায় ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪  

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৫৬, ১১ আগস্ট ২০২৪
হাতিয়ায় ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪  

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ট্রলার ডুবে ৩ শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- আজিজুল হক (২), আব্দুল কাদের (৩), আছিয়া বেগম (৩) ও  লায়লা বেগম (৪৫) ।  

শনিবার (১০ আগস্ট) ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রাপথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছালে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যায়।

ওসি আরো বলেন, ট্রলারে মাঝিসহ ২১ জন রোহিঙ্গা ছিলো, এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বাকি ৩ শিশু ও ১ নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

ছোট ছোট এ ট্রলারগুলো দিয়ে চট্টগ্রাম থেকে মালামাল ও যাত্রী আনা নেওয়া করা হয়। 

সুজন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়