ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ২৩:০১, ১১ আগস্ট ২০২৪
রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ 

দেওয়াল লিখন মুছে গ্রাফিতির ছোঁয়ায় বদলে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সৌন্দর্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন দেয়াল লিখন মুছে সেখানে বিভিন্ন গ্রাফিতি আঁকছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কেউ ঘষে দেয়াল পরিষ্কার করছেন, কেউ রং মেশাচ্ছেন আবার কেউ সেই রং তুলিতে তুলে দেয়ালে ফুটিয়ে তুলছেন বিভিন্ন নান্দনিক গ্রাফিতি। 

রোববার (১১ আগস্ট) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। 

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নিজেদের ক্যাম্পাসের সৌন্দর্য্য রক্ষা করার দায়িত্ব তাদেরই। তাই নিজেরা মিলেই ক্যাম্পাসকে সুন্দর করে তুলছেন। 

হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা সবাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থী। আমরা শিক্ষার্থীরা নিজেরা মিলে কিছু ফান্ডিং করে ও অল্প কিছু স্পন্সর নিয়ে রং সংগ্রহ করেছি। এখন আমরা আমাদের ক্যাম্পাসকে সাজাচ্ছি। আজকেই শুরু করেছি আরো এক দুই দিন লাগতে পারে পুরোটা সম্পন্ন করতে।’ 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম বলেন, ‘যখন আমরা প্রতিবাদী ছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম তখন দেওয়ালে বিভিন্ন ধরনের প্রতিবাদী বাক্য দেওয়ালে লিখেছিলাম। এখন  দেশে শান্তি ফিরেছে। সে কারণে আমরা ক্যাম্পাসকে ঢেলে সাজাচ্ছি। সকল শিক্ষার্থী মিলে ঐক্যবদ্ধ হয়ে এই কাজ করছি।’

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রায়হান উদ্দিন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে টাকা জোগাড় করে ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার জন্য কাজ করছে। আমরা তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছি। সবাই মিলে একটি সুন্দর ক্যাম্পাস গড়ে উঠুক এটাই চাই।’

রুবেল/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়