ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু আহত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:১২, ১২ আগস্ট ২০২৪
ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু আহত

রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিশুরা হলো- ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ (৭) ও শাহিনের ছেলে সাবা (৮)। খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আরও কয়েকটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে।

আহত শিশুদের স্বজনেরা জানান, বাড়ির সামনে আবর্জনার স্তূপের ভেতর একটি কার্টুন পড়ে ছিল। সেই কার্টুনের ভেতরে কয়েকটি ছিল। সেখান থেকে শিশুরা একটি ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুজনই আহত হয়।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, কর্মবিরতি শেষে শেষে কিছু পুলিশ সদস্য থানায় যোগ দিয়েছেন। তবে অসুস্থ থাকায় আমি এখনও থানায় যাইনি। এ রকম ঘটনার কথা কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

কেয়া/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়