ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

লুট হওয়া শটগানের গুলিতে আহত যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ২২:১৬, ১২ আগস্ট ২০২৪
লুট হওয়া শটগানের গুলিতে আহত যুবকের মৃত্যু

পলাশ। ফাইল ফটো

ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া শটগানের গুলিতে আহত পলাশ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকালে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পলাশ সদরপুরের হোটেল ব্যবসায়ী মোশাররফ হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পলাশ তার বাবার সঙ্গে হোটেলে কাজ করতেন। গত ৬ আগস্ট সকালে হোটেলে থেকে পলাশকে তার দুই বন্ধু ডেকে নিয়ে যান। পরে তারা আড়াইরশি গ্রামের মোসলেম মাতব্বরের বাড়িতে যান। সে সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে হঠাৎ গুলির শব্দ আসে। বাড়ির লোকজন দ্রুত গিয়ে পলাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে সেদিন কীভাবে পলাশের মাথায় গুলি লেগেছিল তা জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, যে শটগানের গুলিতে পলাশ আহত হয়েছিলেন, সেটি সদরপুর থানা থেকে গত ৫ আগস্ট লুট হয়েছিল। পরে অস্ত্রটি একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধারের পর সেনাবাহিনীর নিকট হস্তান্তর করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

তামিম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়