ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

ফেনীতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১৩ আগস্ট ২০২৪  
ফেনীতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ 

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। এ সময় বিপুলসংখ্যক ছাত্রদল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিল শেষে খেজুর চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

/সাহাব/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়