ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৪৬, ১৩ আগস্ট ২০২৪
বগুড়ায় রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

বগুড়ায় পূর্ব শত্রুতার জে‌রে বাবর আলী নামে এক মু‌দিদোকানীকে গলা কেটে হত্যা করা হ‌য়ে‌ছে। সোমবার (১২ আগস্ট) রাতের কোনো এক সময় ইছাইদহ ব্রিজের ওপরে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। প‌রে খবর পেয়ে আজ সকাল সা‌ড়ে ৭টায় পু‌লিশ নিহ‌তের লাশ ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রেন। 

নিহত বাবর আলী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। 

নিহ‌তের প‌রিবার ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, আকাশতারা এলাকায় বাবর আলীর একটি মুদিদোকান র‌য়ে‌ছে। গতকাল রাতে দোকান থেকে ফেরার পথে বাড়ির সামনে থেকে ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে তুলে নিয়ে যায়। এ সময় তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিলো। প‌রে আজ সকা‌লে স্থানীয় লোকজন ওই ব্রিজের উপর দি‌য়ে যাওয়ার সময় গলাকাটা লাশ দেখ‌তে পায়। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধ‌ার করেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন ব‌লেন, পূর্ব শত্রুতার জে‌রে এই হত‌্যাকাণ্ড সংঘ‌টিত হ‌য়ে‌ছে। নিহ‌তের লাশ শহীদ‌ জিয়াউর রহমান মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে র‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের প‌রিবার থে‌কে মামলা দায়েরের প্রক্রিয়া চল‌ছে।

এনাম/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়