ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৩ আগস্ট ২০২৪  
সাতক্ষীরায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ 

শেখ হাসিনার বিচার এবং অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় শহরের নারিকেলতলা মোড় থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো, জেলা কৃষকদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান সেলিম। 

আরো পড়ুন:

বক্তারা বলেন, স্বৈরাচার খুনি হাসিনার দলকে স্বরাষ্ট্র উপদেষ্টা পুনর্বাসন করতে চাইছেন। তিনি এমন চেষ্টা করলে তাকে উপদেষ্টার পদ থেকে টেনে নামানো হবে। এ ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। 

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আমাদের এ বিজয়। কারো দালালি আর মেনে নেওয়া হবে না। ছাত্র সমাজ কোনো অন্যায় মেনে নেবে না। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ 

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনার সব অপকর্মের বিচার করতে হবে। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়