ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

আ.লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৩ আগস্ট ২০২৪  
আ.লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়: ফখরুল

ঠাকুরগাঁওয়ে সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘আওয়ামী লীগ যখন জনগণের সামনে দাঁড়াতে পারে না, তখন হিন্দুদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করতে চায়। এটা হচ্ছে তাদের একটি হিংস্র খেলা। যখন তারা আন্দোলনে হেরে যায়, তখনই তারা বলবে হিন্দু ভাইদের উপরে নির্যাতন হচ্ছে।’ 

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।  

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার মা-বোনেরা আছেন, দাদারা আছেন, তারা ভালো করে জানেন, এখানে হিন্দুর মুসলমান কখনও যুদ্ধ হয় না। হাজার বছর ধরে এ মাটিতে, এ বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে একটি গাছের ফুলের মতন হয়ে রয়েছি। হিন্দুদের দুর্গাপূজায় আমরা যেমন যাই, আমাদের ঈদেও তারা আসে। তারা হিন্দু মুসলমানের মধ্যে বিদ্বেষ ছড়াতে চাই। গতকাল পর্যন্ত আমার কাছে ১০টি বিদেশি টেলিফোন ইন্টারভিউ করছে। আমাদের কথা পরিষ্কার, রাজনীতির যখন পরিবর্তন হয়; তখন একটি তাণ্ডব হয়, এটা ধর্মীয় নয় এটা রাজনৈতিক।’ 

আরো পড়ুন:

দীর্ঘ বছর স্বৈরশাসনের পতন ঘটিয়ে ছাত্ররা যে মুক্তির পথ দেখিয়েছে, সেই পথে সম্প্রীতির বন্ধনে থেকে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হিন্দু-মুসলমান মিলেমিশে থেকে একে অপরের বিপদে পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। 

সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটভূমি সংক্ষেপে তুলে ধরেন। তিনি বলেন, ‘এর আগে আমি বলতাম আমাদের দেশের সেই তরুণ-যুবকরা কই? যারা ৫২ ভাষা আন্দোলনে, ৬৯, ৯০ এর গণঅভ্যূত্থানে দেশকে মুক্তির পথ দেখিয়েছিল। আপনারাই সেই ছাত্র, তরুণ-যুবক।’ এ সময় মুগ্ধ ও সাঈদসহ অন্যান্য নিহতদের কথা স্মরণ করে অশ্রুশিক্ত হতে দেখা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে। 

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনাকে অবশেষে দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে। আমেরিকা, ব্রিটেন কেউ তাকে রাখতে চায় না। ভারতও অফিসিয়ালি এখনও কিছু বলেনি। আমরা জানি তিনি ভারতে আছেন। যখন সব পথ বন্ধ, তখন হিন্দু ভাইদের এখন সামনে আগায় দিচ্ছেন।’

সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা সঠিক সময়ে মানুষের প্রয়োজনে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।’

এ সময় হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থেকে, একে অপরের বিপদে-আপদে পাশে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। সেইসঙ্গে শেখ হাসিনাসহ সকল অপরাধীর বিচার দাবি করে স্লোগান দেন। 

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মোহাম্মদ আবুনুর, ঠাকুরগাঁও জেলা বিএনপির ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

হিমেল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়