ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১৪ আগস্ট ২০২৪  
মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের বাড়ি ভারতের তামিলনাড়ুতে। তিনি ভারতীয় পুলিশে এসএসআই হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় পি জন সেলভারাজকে গ্রেপ্তার করে বিজিবি। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যান সেলভারাজ। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভারতে পালানোর চেষ্টাকালে তাকে আবার গ্রেপ্তার করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তার বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

সোহাগ/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়