ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ত্রাসের রাজত্ব ভেঙে দেওয়ার মহানায়ক ছিলেন আবু সাঈদ: সাকি

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ১৪ আগস্ট ২০২৪  
ত্রাসের রাজত্ব ভেঙে দেওয়ার মহানায়ক ছিলেন আবু সাঈদ: সাকি

কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে যান জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘খুন, ঘুম ও মামলা দিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। সেই ত্রাসের রাজত্ব ভেঙে দেওয়ার মহানায়ক হিসেবে বাংলার মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন শহিদ আবু সাঈদ।’

বুধবার (১৪ আগষ্ট) বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। 

জোনায়েদ সাকি বলেন, ‘শত শত শিক্ষার্থীর আত্মত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান হয়েছে। শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশের রাজনৈতিক পথ রচনা করবে। যার সুফল ভোগ করবে গোটা দেশের মানুষ।’ 

সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘মন্দিরে হামলার নাটক সাজিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করা হচ্ছে। সব ষড়যন্ত্র নস্যাৎ করতে এখনো ছাত্র-জনতা জাগ্রত আছে।’ 

জোনায়েদ সাকি, আবু সাঈদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। 

প্রসঙ্গত, আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন তাকে দাফন করা হয়।

আমিরুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়