কোটা সংস্কার আন্দোলন
৯ ভাইবোনের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন আবু সাঈদ
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরে কোটা সংস্কার আন্দোলনে বুকে গুলি খেয়ে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ (২৩)। তিনি ছিলেন পরিবারের সবার ছোট। ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাঈিই কেবল পড়াশোনা এগিয়ে নিয়েছেলন। নয় ভাই-বোনের মধ্যে তার শিক্ষাজীবনই ছিল সবচেয়ে উজ্জ্বল।
সাঈদের এক ভাই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, অন্যরা পড়েছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত। তাই পুরো পরিবারের স্বপ্ন ছিল আবু সাঈদকে ঘিরে। তাই পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এতদূর পর্যন্ত পড়ালেখা চালিয়ে নিয়ে এসেছে।
সাঈদ খালাশপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করেন। রংপুর সরকারি কলেজ থেকে একই ফলাফল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন।
মঙ্গলবার (১৬ জুলাই) আদরের ছোট ভাইকে হারিয়ে হতভম্ব বড় ভাই রমজান। তিনি বলেন, ‘আমার বাবা মকবুল হোসেন শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী। পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এতদূর পর্যন্ত পড়ালেখা চালিয়ে নিয়ে এসেছি। একদিন সে অনেক বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে সে আশা ছিল।’
নিহতের ছোট বোন সুমির আর্তনাদে আকাশ বাতাশ ভারী হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘হামার ভাইকে ওরা মেরে ফেলল ক্যান? হামার ভাই বেঁচে থাকলে হামার স্বপ্ন পূরণ হতো।’
সাঈদের মা মনোয়ারা বারবার মূর্ছা যাচ্ছেন আর নির্বাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছেন। মাঝে মাঝে বাবা বাবা বলে ডাকছেন আবার জ্ঞান হারিয়ে ফেলছেন।
ছেলেকে হারিয়ে বাবা মকবুল হোসেন নির্বাক হয়ে পড়েছেন। কোনো কথা নেই তার মুখে। স্থির দৃষ্টিতে কেবল তাকিয়ে রয়েছেন।
আবু সাঈদ কোটা আন্দোলনে বেরোবি ক্যাম্পাসের সমন্বয়কদের একজন ছিলেন। মৃত্যুর সময় বুকে গুলিবিদ্ধসহ দেহে ছররা গুলির অসংখ্য চিহ্ন ছিল তার।
আমিরুল/সনি
- ১ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ১ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ১ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ১ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ২ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ২ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ২ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ২ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ২ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ২ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ২ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ২ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ২ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের
- ২ মাস আগে রংপুরে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, নিহত ২
- ২ মাস আগে বগুড়ায় আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে নিহত ৩