ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে সাবেক দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৬ আগস্ট ২০২৪   আপডেট: ১১:০২, ১৬ আগস্ট ২০২৪
ফরিদপুরে সাবেক দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ফরিদপুরের সালথা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সেখ সাদিক ও উপ-পরিদর্শক (এসআই) তন্ময় চক্রবর্তীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে হাফিজুর রহমান মুন্নু (৬৪) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি গ্রামীণ ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত ডিজিএম।

মামলায় উল্লেখ করা হয়, চাকরি থেকে অবসরের পর হাফিজুর রহমান মুন্নু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা যোগসাজশে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভয়ে নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দিলেও বাকি টাকা দিতে না পারায় বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে আসামি করা হয়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সালথা থানার সাবেক ওসি শেখ সাদিকের সঙ্গে। তিনি চাঁদাবাজির মামলা ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে বলেন, ‘আমি কখনো কারো কাছে থেকে চাঁদা বা ঘুষ দাবি করিনি। সালথায় শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করে গেছি। হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছে। আদালতের কাছে ন্যায়বিচার দাবি করছি।’

বাদীপক্ষের আইনজীবী মামুন অর রশীদ বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

তামিম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়