ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৬ আগস্ট ২০২৪  
নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে মারা যায় তারা। 

মারা যাওয়া শিশুরা হলো- একই গ্রামের মুন্সি বাড়ির সাইফুল ইসলামের ছেলে মো.সাইমুন (৭) ও একই বাড়ির ইউসুফের ছেলে মো.ঈশান (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।  

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আজ দুপুরে যখন পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিল তখন দুই ভাই বাড়ির উঠানে খেলা করছিলো। এক পর্যায়ে শিশু দুটি বাড়ির বাইরে চলে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের  সদস্যরা শিশু দুটিকে খুঁজতে শুরু করেন। ঘণ্টাখানেক পর পরিবারের লোকজন শিশু দুটিকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পরিবার দুই শিশুর মৃত্যু বিষয়টি পুলিশকে জানায়নি। 

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়