ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৩৯, ১৭ আগস্ট ২০২৪
জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

ফাইল ফটো

পাবনার চাটমোহরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় হেলাল প্রামাণিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফৈলজানা ইউনিয়নের সোহাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল প্রামাণিক ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রামাণিকের ছেলে।

আহতরা হলেন- আব্দুল ওয়াহেদ প্রামাণিক, বাবলু প্রামাণিক ও আবু মাজন প্রামাণিক। তারা নিহত হেলাল প্রামাণিকের ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোহাগবাড়ি গ্রামের গুদু প্রামাণিকের ছেলে সাইদুল ইসলামের কাছ থেকে জমি কেনেন আজাদ হোসেনের ছেলে খলিল হোসেন ও এলবাজ প্রামাণিকের ছেলে জিয়া প্রামাণিক। কিন্তু সাইদুল সেই জমি রেজিস্ট্রি করে দিতে তালবাহানা করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষকে নিয়ে থানায় সালিশ বৈঠকও হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে কথা-কাটাকাটির জেরে খলিল হোসেনকে মারধর করেন সাইদুল ইসলাম ও তার চাচাত ভাই জামাত আলী। এ ঘটনা দেখে ওয়াহেদ সাইদুলকে দ্বন্দ্ব না করে ঝামেলা মিটিয়ে ফেলতে বলেন। পরে সাইদুল, তার ভাই নূর হোসেন, শাহ আলমসহ তাদের সহযোগীরা ওয়াহেদের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে ওয়াহেদ, তার ভাই হেলাল, বাবলু ও আবু মাজন নূর হোসেনের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করেন। সে সময় পাল্টা হামলা চালালে চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল প্রামাণিককে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শাহীন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়