ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

কালকিনিতে সাঁকো থেকে পড়ে স্কুল ছাত্র নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২০ আগস্ট ২০২৪  
কালকিনিতে সাঁকো থেকে পড়ে স্কুল ছাত্র নিখোঁজ

নিখাঁজ স্কুল ছাত্রকে উদ্ধারে খালে উদ্ধার অভিযান চালায় কালকিনি ফায়ার সার্ভিস

মাদারীপুরে কালকিনিতে স্কুলে যাওয়ার পথে সাঁকো পারাপারের সময় পানিতে পড়ে মো.ইয়াসিন (৮) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে দুর্ঘটনাটি হয়। তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিখোঁজ ইয়াসিন উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের সোহাগ বেপারীর ছেলে। সে কালাই সরদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস জানায়, আজ সকালে ইয়াসিন নাস্তা খেয়ে বাড়ি থেকে স্কুলের দিকে যায়। কালাই সরদারের চর খালের ওপরে নির্মিত একটি সাঁকো পারাপারের সময় সে পা পিছলে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস অফিসের সদস্যরা এসে খালে ইয়াসিনের সন্ধানে অভিযান শুরু করে। তবে, তাকে পাওয়া যায়নি।

আরো পড়ুন:

কালকিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.খোকন জানান, ‘আমরা উদ্ধার তৎপরতা অবহ্যত রেখেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি তাকে উদ্ধারের জন্য।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি দুঃখজনক।’

বেলাল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়