ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ বিদেশি পিস্তল জব্দ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২১ আগস্ট ২০২৪  
উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ বিদেশি পিস্তল জব্দ

কক্সবাজারের উখিয়ায় এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি। 

বুধবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফট্যাটেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন মাদক কারবারি সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় মাদক কারবারিরা সঙ্গে থাকা ব্যাগ ফেলে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়