ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩০, ৫ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারে সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সজীবের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদ সজীব ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে। 

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক মোহাম্মদ সজীব। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে মরদেহ ভেসে আসলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। বুধবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মীরা ৪ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজে সজিবের সন্ধান পাওয়া যায়নি।

তারেকুর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়