ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে ‘সজাগ’র কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৪  
যশোরে ‘সজাগ’র কমিটি গঠন

সমাজ জাগরণে গণমত (সজাগ)-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে সাংবাদিক এস এম সোহেল ও সাংবাদিক হারুণ হাফিজ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ- সভাপতি সাংবাদিক গালিব হাসান পিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ জসীম উদ্দীন, সদস্য মুহাম্মাদ হাবিবুর রহমান ও আল মামুন শাওন।

সভায় আগামী ২৫ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে যশোর পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের অক্টোবরে আর্ট রিসার্চ কেন্দ্র ‘চারুপীঠ’ চত্বরে কিছু উদ্যমী তরুণ যুবাদের সমন্বয়ে সামাজিক সংগঠন হিসেবে ‘সজাগ’র আত্মপ্রকাশ ঘটে। যশোর সরকারি এমএম কলেজের (মাইকেল মধুসূদন কলেজ) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে ‘সজাগ’র যাত্রা শুরু হয়।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়