ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২৪  
মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

গ্রেপ্তার হওয়া দুই ভুয়া সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবি করার সময় দুই ভুয়া সাংবাদিককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় রোববার (৮ সেপ্টেম্বর) চাঁদাবাজির মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. জহিরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করেন। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার মেরাশানি ইউনিয়নের মো. ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে ফজলে এলাহী প্রকাশ উজ্জল ভূইয়া (৫০) ও একই উপজেলার সিংগারবিল এলাকার বীর মুত্তিযোদ্ধা শহীদ মিয়ার ছেলে ইয়ানুর লিটন স্বাধীন (৩৩)। এসময় তাদের কাছ থেকে দুটি লোগোসহ মাইক্রোফোন ও আইডি কার্ড জব্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে মামলার বাদী জহিরুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়িতে যান দুই ভুয়া সাংবাদিক উজ্জল ও লিটন। সেখানে গিয়ে আবু জামালের কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রমাণ খুঁজতে থাকেন তারা। বিভিন্ন কাগজপত্র আবু জামাল তাদের দেখান। একপর্যায়ে সাংবাদিকরা আবু জামালের কমান্ডার সনদ দেখতে চান। আবু জামালের কাছে কমান্ডার সনদ না থাকায় দুই ভুয়া সাংবাদিক তার কাছে ১২ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তারা মুক্তিযোদ্ধার নাম ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় দিয়ে দেবেন বলে ভয় দেখান।

এসময় আবু জামাল তাদের ৫ হাজার টাকা দিয়ে দেন। সন্দেহ হওয়ায় আবু জামাল লোকজন ডেকে দুই জনকে আটক করেন। জিজ্ঞাসাবাদ করা হলে তারা সাংবাদিকর না বলে জানান। পরে তাদের পুলিশের কাছে তুলে দেন স্থানীয় লোকজন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, আমরা দুই জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা নিয়েছি। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাইনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়