ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আন্দোলন স্থগিত
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবির আন্দোলন আপাতত স্থগিত করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা কলেজের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, “গতকাল আমাদের সিনিয়র ভাইদের সাথে শিক্ষা মন্ত্রণালয় একটি সভা অনুষ্ঠিত হয় ও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং আগামী পয়লা জানুয়ারি ২০২৬ থেকে ২৪-২৫ সেশনের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। উক্ত সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করলাম। আগামী ২৫ তারিখের মধ্যে যদি অধ্যাদেশ জারি করা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব।”
ঢাকা/রায়হান/এসবি