ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে দিনভর বৃষ্টি, স্বস্তির মধ্যেও দুর্ভোগ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৪  
রাজশাহীতে দিনভর বৃষ্টি, স্বস্তির মধ্যেও দুর্ভোগ

বিভাগীয় শহর রাজশাহীতে বুধবার (২৫ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টি হয়েছে। কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মাঝারি, কখনও ভারী বর্ষণ। টানা বৃষ্টিতে রাজশাহী মহানগরীর নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। 

বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীতে ৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম।
 
এদিকে, কয়েক দিনের প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিতে রাজশাহীতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতায়, স্বস্তির বৃষ্টি কোথাও কোথাও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

নগরীর সাহেববাজার, জিরোপয়েন্ট, মাস্টারপাড়া, গণকপাড়া, উপশহর, বর্ণালির মোড়সহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে। এতে যানবাহন এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে।
 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়