ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২ অক্টোবর ২০২৪  
বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী 

বান্দরবানে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত তিন মাসে এই রোগের চিকিৎসা নিয়েছেন ২৮৬ জন। তাদের মধ্যে শিশুর সংখ্যা ৯১ জন। তবে কারো মৃত্যু হয়নি। বর্তমানে তিন শিশুসহ ১৭ জন মশাবাহিত রোগটির চিকিৎসা নিচ্ছেন বলে বান্দরবান সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। 

হাসপাতালের তথ্যমতে, গত জুলাই মাসে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন ৮৩ জন। এর মধ্যে ২৫ জন শিশু। তাদের বয়স ১ থেকে ১৪ বছর। আগস্ট মাসে ৮৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন শিশু। সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জন। শিশু রয়েছে ৩২ জন। এই তিন মাসে কারো মৃত্যু হয়নি রোগটিতে। 

বান্দরবান সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা এক নার্স বলেন, গত সপ্তাহে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১২ জন শিশু চিকিৎসা নিয়েছে। 

আরো পড়ুন:

বুধবার (২ অক্টোবর) সদর হাসপাতালে কথা হয় ডেঙ্গুর চিকিৎসা নিতে আসা চার বছর বয়সী মুনতাহিন বেগমের মা হাসিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘পাঁচ দিন আগে মেয়ের শরীরে প্রচণ্ড  জ্বর আসে। শরীর ঘেমে দিয়ে জ্বর চলে যায়। এরপর আবারো জ্বর আসে। শরীর ও মাথা ব্যথা করছিল মেয়ের। পরে ওকে বান্দরবান সদর হাসপাতালে এনে ভর্তি করি। হাসপাতালে ডাক্তার জানায় ওর ডেঙ্গু হয়েছে।’

চারদিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উজানী পাড়ার ক্রাসিংনুং মার্মা। তিনি বলেন, ‘শরীরে জ্বর আসলেও বুঝতে পারিনি ডেঙ্গু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারি আমার ডেঙ্গু হয়েছে। পরে সদর হাসপাতালে এসে ভর্তি হয়েছি। এখন চিকিৎসা নিয়ে কিছুটা ভালো লাগছে।’

বান্দরবান জেলা সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘আগস্ট থেকেই ডেঙ্গুর ‘পিক সিজন’ চলছে। বৃষ্টি, আর্দ্রতা, এডিস মশার ঘনত্বসহ নানা বিষয় বিবেচনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে। ডেঙ্গু মশা যাকেই কামড় দেবে তারই ডেঙ্গু হবে।’ 

চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়