ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:০৬, ১১ অক্টোবর ২০২৪
দিনাজপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

দিনাজপুরের নবাবগঞ্জে করলা খেতে কাজ করার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামের জবান আলীর ছেলে মো. রাজা মিয়া (৪৫) ও ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের মো. শাহজাহান আলী। তারা দু’জন সম্পর্কে বেয়াই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলার শাহজাহান আলী বেয়াই রাজা মিয়ার বাড়িতে বেরাতে আসেন। বিকেলের দিকে দুই বেয়াই মিলে গ্রামের পাশে করলা খেতে কাজ করতে যান। এসময় বৃষ্টি শুরু হলে খেতের পাশে শ্যালো মেশিনের সেচ পাম্পের টিনের ঘরে আশ্রয় নেন তারা। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জনে মারা যান। 

পরে তারা বাড়ি না ফিরলে তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। হাট-বাজার আশেপাশে কোথাও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজনদের মনে পড়ে দুই বেয়াই মিলে করলা খেতে কাজ করতে গেছিলেন। পরে সেখানে গিয়ে তাদের মৃত দেহ দেখতে পায়। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, দুই বেয়াই মিলে করলা খেতে যায়, এসময় বৃষ্টি শুরু হলে তারা দুই বেয়াই মিলে খেতের পাশে সেচ পাম্পের টিনের ঘরে আশ্রয় নিতে গেলে বজ্রপাতে তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে আমাদের মনে হয় এটি বজ্রপাতের মৃত্যু হয়েছে আর পাশের একটি গাছ বজ্রপাতের ফেটে গেছে। আপত্তি না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোসলেম/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়