সুনামগঞ্জে আগুনে পুড়ল ৭ ঘর
সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রবিবার রাতে সুনামগঞ্জের বীরগাঁও গ্রামের পূর্বপাড়ায় আগুন লাগে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে।
পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ জানান, গ্রামের আবলি মিয়ার বসত ঘরে বৈদ্যুতিক সট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন আশেপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা/মনোয়ার/মাসুদ