ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৮:৪৪, ৭ ডিসেম্বর ২০২৫
বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড

হবিগঞ্জের  নবীগঞ্জে সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রের বিবিয়ানা-১ ইউনিটের নিকটবর্তী খালি স্থানে হঠাৎ আগুন লাগে।

স্থানীয় সূত্র জানায়, খালি জায়গাটিতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, বিভিন্ন মালামাল ও শুকনো ঘাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিস টিম ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সময়মতো উদ্ধারকাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়