ব্যালট ছাপাতে অর্ধেকের বেশি কাগজ সরবরাহ করেছে কেপিএম
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উৎপাদিত কাগজ সাজিয়ে রাখতে ব্যস্ত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের একজন কর্মচারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে নির্বাচন কমিশনের চাহিদার অর্ধেকেরও বেশি কাগজ সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)। চলতি মাসের মধ্যে বাকি কাগজ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ।
কেপিএম সূত্র জানায়, চলতি অর্থবছরে ৯১৫ মেট্রিক টন কাগজের চাহিদাপত্র দিয়েছে বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও)। যার বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা। বিএসওর মাধ্যমে নির্বাচন কমিশন এই কাগজ কিনে ব্যালট পেপার ছাপায়। চাহিদাপত্রের বিপরীতে ইতোমধ্যে ৫৩১ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে বাকি ৩৮৪ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হবে।
রবিবার (৭ ডিসেম্বর) কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন কেপিএম মিল থেকে ব্রাউন, সবুজ ও গোলাপি কালার কাগজের চাহিদাপত্র দিয়েছে। ডিসেম্বরের মধ্যে এই কাগজ সরবরাহ এর জন্য বলা হয়েছে। ইতিমধ্যে আমরা সিংহভাগ কাগজ সরবরাহ করেছি। আশা করছি, ডিসেম্বরের মধ্যে বাকি কাগজ সরবরাহ করতে পারব।”
তিনি বলেন, “কাপ্তাই হ্রদের পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় কাগজ উৎপাদন নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। কাগজ উৎপাদনে প্রচুর পানির প্রয়োজন। যা হ্রদ থেকে ব্যবহার করা হয়। আমাদের তিনটি মেশিন। এখন শুধুমাত্র একটি মেশিন চালু আছে। একটি মেশিনে দিনে ২৫ থেকে ৩০ মেট্রিক টন কাগজ উৎপাদন হয়।”
ঢাকা/শংকর/মাসুদ